Posts

Hooded Orchid

Image
  L  অর্কিডেসি গোত্রের এই অর্কিড গাছটির বিজ্ঞানসম্মতো নাম Dendrobium aphyllum. শাখা-প্রশাখা বিহীন সরু সরু ঝুলন্ত কান্ডগুলি যখন ফুলে ভরে যায় তখন এই গাছে কোন পাতা থাকে নাI এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকে ফুল ফুটতে শুরু করে I প্রতিটি গাঁটে বা পর্বে দু'টি করে ফুল ফোটে I প্রতিটি কান্ড দুই ফুট থেকে ছয় ফুট পর্যন্ত লম্বা হয় I এপ্রিল মাসের শেষ নাগাত ফুলগুলি শুকিয়ে যায়I তারপর নতুন পাতা সমেত নতুন কান্ডগুলি বেড়ে উঠতে শুরু করে I সবুজ পাতাভর্তি পরাশ্রয়ি গাছটিরও নিজস্ব সৌন্দর্য আছে I সমগ্র উত্তরবঙ্গে এই পরাশ্রয়ী অর্কিডটিকে বন্য অবস্থায় অন্য গাছের কান্ডে বা শাখায় জন্মাতে দেখা যায় I আমার বাড়ির গাছের কয়েকটা ছবি এখানে দিলাম I